বরগুনার ৯নং এম বালিয়াতলী ইউনিয়ন তরমুজের রাজ্য বলে খ্যাত।কিন্তু আজ তারা তরমুজ চাষ করে পথে বসার অবস্থায় পড়েছে। যদিও বাজারে তরমুজের চাহিদা রয়েছে তবুও পাইকার রা কিনতে আগ্রহী নন।তাই এ বছর তারা বিপদে পড়েছে। রোজার মাসে তরমুজের ব্যাপক চাহিদা ছিলো কিন্তু ক্রমান্বয়ে তা কমতে থাকে। এ অবস্থা এখন সারাদেশে বিদ্যমান রয়েছে। কৃষক সারা বছর কষ্ট করে ফসল ফলায় অথচ লাভ করছে তৃতীয় পক্ষ,এই তৃতীয় পক্ষ সব সময়ই লাভবান হচ্ছেন। তারা যুগে যুগে গরিবের কষ্টের ফসল দিয়ে নিজেরা লাভবান হচ্ছেন।সারাদেশ ই এখন এই পরিস্থিতর মধ্য দিয়ে যাচ্ছে। আমাদের উচিত এই তৃতীয় পক্ষকে সুবিধা না দিয়ে অন্য পথ অবলম্বন করা না হলে আজীবন ই কৃষক তাদের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হবে
তরমুজ চাষে আজ পথে বসেছে চাষী,১০কেজি ওজনের তরমুজ ২০টাকা
2 Responses
Leave a Reply
You must be logged in to post a comment.
Very nice article.